মেহেরপুর জেলা স্টেডিয়ামে মাসব্যাপী বাণিজ্য মেলার ঘোষণার প্রতিবাদে ও মেলার স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন জেলার ক্রীড়া সংশ্লিষ্টরা।
সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ‘মেহেরপুরের ক্রীড়াপ্রেমী জনগণ’র ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন হয়। এতে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান লিটন, ক্রিকেটার আসাদুর রহমান অনু ও মাহামুদুল হাসানসহ ক্রীড়া সংগঠকেরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ক্রীড়াঙ্গন যদি টিকিয়ে রাখতে হয় তাহলে মাঠের কোনো বিকল্প নেই। অথচ জেলা স্টেডিয়ামে মেলার আয়োজন করা হয়েছে। এটা দুঃখজনক। কারণ মেলা শেষে ক্ষতিগ্রস্ত মাঠকে প্রস্তুত করতে দীর্ঘসময় লেগে যাবে। এতে খেলাধুলা ব্যাহত হবে।
তারা আরও বলেন, জেলায় নয় বছর ধরে প্রথম বিভাগ ফুটবল ও ক্রিকেট নেই। আশা ছিল মাঠে ক্রিকেট ও ফুটবল ফিরবে। কিন্তু সেই মাঠে ক্রীড়ার পরিবর্তে মেলার আয়োজন হচ্ছে। তারা স্টেডিয়ামের পরিবর্তে অন্য কোনো মাঠে মেলা আয়োজনের দাবি জানান।
জেলার বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি সংগঠন ‘স্বপ্নচূড়া ফাউন্ডেশন’র আয়োজনে পহেলা মে থেকে এ মেলা শুরু হওয়ার কথা রয়েছে।
আসিফ ইকবাল/এমএন/এমএস