স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক পরিচালকের ১৬৫ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ

3 months ago 45

বিভিন্ন ব্যাংকের ১৬৫ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ করে দায়মুক্ত হয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক পরিচালক হারুন-উর-রশিদ। তিনি ন্যাশনাল আয়রন ইন্ডাস্ট্রিজ, রুবাইয়া ভেজিটেবল ইন্ডাস্ট্রিজ এবং মেসার্স এইচ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খেলাপি ঋণের দায় থেকে অব্যাহতি দেন চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। তিনি বলেন, ১৬৫ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ করে দায়মুক্ত হয়েছেন হারুন-উর-রশিদ। খেলাপি ঋণ আদায়ের দাবিতে হারুন-উর-রশিদ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ২০১২ ও ২০১৪ সালে অর্থঋণ মামলা দায়ের করে ন্যাশনাল ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং প্রাইম ব্যাংক।

তিনি আরও বলেন, দীর্ঘ আইনী লড়াইয়ের পর আদালতের নির্দেশে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বন্ধকী সম্পত্তি বিক্রয় করে তিন ব্যাংকের ১৬৫ কোটি টাকা পরিশোধ করেছেন তিনি। কালুঘাট ভারী শিল্প এলাকায় অবস্হিত ২০ একর সম্পত্তি বন্ধক রেখে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়েছিলেন হারুন-উর-রশিদ। 

সুদ মওকুফের আওতায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক ১০০ কোটি, প্রাইম ব্যাংক ৩৫ কোটি এবং ন্যাশনাল ব্যাংক ৩০ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করে। অর্থঋণ আদালতে পূর্ণ সন্তুষ্টিতে মামলা নিস্পত্তির আবেদন করলে আদালত ডিক্রিদার ব্যাংক সমূহের আবেদন গ্রহণ করে ঋণ গ্রহীতা হারুনুর রশিদকে খেলাপি ঋণের দায় থেকে অব্যাহতি দেয়।

Read Entire Article