সাতক্ষীরায় পারিবারিক কলহে স্ত্রী ফাতেমা খাতুনকে (২৮) হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী আব্দুল জলিল সম্রাট (৩৬)। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুল জলিল সম্রাট সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের মৃত আবুল ঢালীর ছেলে।
সম্রাটের শ্বশুর সদর উপজেলার কুশখালি গ্রামের নূর ইসলাম জানান, ১৩-১৪ বছর আগে তার মেয়ে ফাতেমার সঙ্গে সম্রাটের বিয়ে হয়। তাদের ১১ বছর বয়সী একটি ছেলে ও ৮ বছর বয়সী একটি মেয়ে আছে। সম্রাট দিনমজুরের কাজ করতেন। সংসারের অভাব ঘোচাতে ফাতেমা বছর খানেক আগে ছেলে-মেয়েদের নিয়ে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি নেন। বিষয়টি ভালোভাবে নেননি সম্রাট। রোববার সন্ধ্যায় ছেলে-মেয়েদের রেখে ফাতেমা স্বামীর বাড়িতে আসেন। সোমবার দুপুরে খাওয়া-দাওয়া শেষে তারা স্বামী-স্ত্রী বিশ্রাম নিতে ঘরে যান। দীর্ঘক্ষণ সাড়া-শব্দ না পেয়ে সন্ধ্যার দিকে সম্রাটের মা তাদের ডাকাডাকি করতে থাকেন। এতেও তাদের সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে সম্রাটকে রশিতে ঝুলতে দেখেন তারা। এসময় স্ত্রী ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জাগে নিউজকে জানান, স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহসানুর রহমান রাজীব/এফএ/জেআইএম