সংযুক্ত আরব আমিরাতের আল মিরফা’ এলাকায় ঘটেছে এক হৃদয়ছোঁয়া ঘটনা। দীর্ঘ পাঁচ বছর ধরে পক্ষাঘাতে (প্যারালাইসিস) আক্রান্ত এক ব্যক্তি চিকিৎসা নয়, বরং স্ত্রীর ভালোবাসা আর উদ্ভাবিত এক ব্যতিক্রমী থেরাপিতেই ফিরে পেয়েছেন হাঁটার ক্ষমতা।
খালিজ টাইমস–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাত বছর আগে একটি স্ট্রোকের শিকার হন আবুধাবির আল মিরফার বাসিন্দা খালিল আল হোসানি। এতে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তার... বিস্তারিত