স্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা মুশফিকের

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব অর্জনের। মুশফিকের এই স্মরণীয় দিনে মিরপুর শেরে বাংলায় বিশেষ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিক পেয়েছেন সম্মাননা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী এবং দুই সন্তানও। বর্ণাঢ্য ক্যারিয়ারে মুশফিক তার পাশে থাকার জন্য ভক্ত-সমর্থক, কোচ-সতীর্থের সঙ্গে স্ত্রীকেও আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন। মুশফিক বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যারা উপস্থিত আছেন, আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য একশ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই এখানে আসার জন্য।’ মুশফিককে নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘অভিনন্দন মুশফিক ভাই। এটা আপনার ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত। আমরা আপনাকে ছোটবেলা থেকে অনুসরণ করেছি, আপনার দ্বারা অনুপ্রাণি

স্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা মুশফিকের

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব অর্জনের। মুশফিকের এই স্মরণীয় দিনে মিরপুর শেরে বাংলায় বিশেষ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিক পেয়েছেন সম্মাননা।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী এবং দুই সন্তানও। বর্ণাঢ্য ক্যারিয়ারে মুশফিক তার পাশে থাকার জন্য ভক্ত-সমর্থক, কোচ-সতীর্থের সঙ্গে স্ত্রীকেও আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন।

মুশফিক বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যারা উপস্থিত আছেন, আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য একশ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই এখানে আসার জন্য।’

মুশফিককে নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘অভিনন্দন মুশফিক ভাই। এটা আপনার ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত। আমরা আপনাকে ছোটবেলা থেকে অনুসরণ করেছি, আপনার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। আমি আশা করি মাঠে ও বাইরে আপনি যে কঠোর পরিশ্রম করেন সেটা চালিয়ে যাবেন। আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সব সময় দলের জন্য খেলেন। আপনি নিজের নয়, দলের কথা চিন্তা করেন।’

এমএমআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow