স্ত্রীর হাতে স্বর্ণের চুড়ি, সন্দেহের জেরে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ফারজানা আক্তার নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী নুর আলীকে আটক করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, চুনারুঘাট উপজেলার লাদিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে নুর আলীর সঙ্গে একই উপজেলার সানখলা গ্রামের ফারজানা আক্তারকে বিয়ে হয়। বিয়ের পর নুর আলী স্ত্রীকে নিয়ে শায়েস্তাগঞ্জে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। সম্প্রতি স্ত্রী ফারজানার হাতে এক জোড়া স্বর্ণের বালা দেখে স্বামী সন্দেহ করে ঝগড়া করে। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।  আরও জানা গেছে, রোববার সকাল ১০টায় ঝগড়ার একপর্যায়ে স্বামী নুর আলী তার স্ত্রীকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন স্বামী। হাসপাতালে স্ত্রীর মৃত্যু হলে পুলিশ সদর হাসপাতাল থেকে স্বামী নুর আলীক আটক করে। নিহত ফারজানার মা আছমা খাতুন বলেন, আমি মেয়েকে এক জোড়া স্বর্ণের বালা দিয়েছি। কিন্তু তার স্বামী সন্দেহ করে ঝগড়া শুরু করে। আজ তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।  হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একে এম সাহাবুদ্দীন শাহীন

স্ত্রীর হাতে স্বর্ণের চুড়ি, সন্দেহের জেরে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ফারজানা আক্তার নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী নুর আলীকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চুনারুঘাট উপজেলার লাদিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে নুর আলীর সঙ্গে একই উপজেলার সানখলা গ্রামের ফারজানা আক্তারকে বিয়ে হয়। বিয়ের পর নুর আলী স্ত্রীকে নিয়ে শায়েস্তাগঞ্জে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। সম্প্রতি স্ত্রী ফারজানার হাতে এক জোড়া স্বর্ণের বালা দেখে স্বামী সন্দেহ করে ঝগড়া করে। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। 

আরও জানা গেছে, রোববার সকাল ১০টায় ঝগড়ার একপর্যায়ে স্বামী নুর আলী তার স্ত্রীকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন স্বামী। হাসপাতালে স্ত্রীর মৃত্যু হলে পুলিশ সদর হাসপাতাল থেকে স্বামী নুর আলীক আটক করে।

নিহত ফারজানার মা আছমা খাতুন বলেন, আমি মেয়েকে এক জোড়া স্বর্ণের বালা দিয়েছি। কিন্তু তার স্বামী সন্দেহ করে ঝগড়া শুরু করে। আজ তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একে এম সাহাবুদ্দীন শাহীন বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে হাসপাতাল থেকে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow