স্থগিত এনআইডি সংশোধন কার্যক্রম ফের শুরু
নির্বাচনের কারণে স্থগিত থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম ফের শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এই তথ্য জানিয়েছেন।তিনি জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আজ ২৫ জানুয়ারি থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অ্যাকাউন্টে সংশোধনের আবেদন নিষ্পত্তি করার ক্ষমতা প্রদান করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসারে জন্মতারিখ এবং জন্মতারিখসহ অন্যান্য তথ্য সংশোধন সংক্রান্ত আবেদনসমূহ ‘ঘ’ ক্যাটাগরি হিসেবে নিষ্পত্তি করতে হবে। ক্যাটাগরি করার সময় জন্মতারিখ সংক্রান্ত আবেদনসমূহ ‘ঘ’ ক্যাটাগরিতে অ্যাসাইন করতে হবে। এছাড়া ‘খ’, ‘খ১’ থেকে বাতিলকৃত আবেদনসমূহ ‘গ১’ হিসেবে ক্যাটাগরিভুক্ত করতে হবে, যা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কর্তৃক নিষ্পত্তি করতে হবে।
নির্বাচনের কারণে স্থগিত থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম ফের শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আজ ২৫ জানুয়ারি থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অ্যাকাউন্টে সংশোধনের আবেদন নিষ্পত্তি করার ক্ষমতা প্রদান করা হয়েছে।
গত ২৪ ডিসেম্বর জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসারে জন্মতারিখ এবং জন্মতারিখসহ অন্যান্য তথ্য সংশোধন সংক্রান্ত আবেদনসমূহ ‘ঘ’ ক্যাটাগরি হিসেবে নিষ্পত্তি করতে হবে। ক্যাটাগরি করার সময় জন্মতারিখ সংক্রান্ত আবেদনসমূহ ‘ঘ’ ক্যাটাগরিতে অ্যাসাইন করতে হবে। এছাড়া ‘খ’, ‘খ১’ থেকে বাতিলকৃত আবেদনসমূহ ‘গ১’ হিসেবে ক্যাটাগরিভুক্ত করতে হবে, যা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কর্তৃক নিষ্পত্তি করতে হবে।
What's Your Reaction?