স্থগিত কমিটি বহাল দাবি, সিরাজগঞ্জে আজও বন্ধ ট্রেন

3 hours ago 5

সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি বহালের দাবিতে রেলপথে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এতে বনলতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আটকে যায়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত জেলার কামারখন্দ উপজেলার জামতৈল রেল স্টেশনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এছাড়া সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান এলাকায় শতাধিক শিক্ষার্থী একই দাবিতে বিক্ষোভ করেন।

এদিন রাত ৭টার দিকে জামতৈল রেল স্টেশন মাস্টার আবু হান্নান সেখ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পদবঞ্চিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি বহালের দাবিতে রেল স্টেশনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ কারণে পঞ্চগড়-ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ও ঢাকা-রাজশাহীমুখী বনলতা এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল।

এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা এক জরুরি নোটিশের মাধ্যমে ২৮৪ সদস্য বিশিষ্ট ঘোষিত আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়। যা ৮ ফেব্রুয়ারি রাতে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। এই স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে কমিটির তালিকায় থাকা শিক্ষার্থীরা মুক্তির সোপান এলাকায় জড়ো হতে থাকেন। পরে কমিটি পুনরায় বহালের দাবিতে বিক্ষোভ করেন তারা।

অপরদিকে কমিটি বাতিলের দাবিতে যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে যানবাহন ও সয়দাবাদ রেল স্টেশনে ট্রেন আটকে দেওয়া হয়। এতে বন্ধ হয়ে যায় উত্তরাঞ্চলের রেল ও সড়কপথ। এমন আন্দোলনের মুখে পড়ে কমিটি জরুরিভাবে স্থগিত করে কেন্দ্রীয় কমিটি।

ওই কমিটিতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেনকে মুখ্য সংগঠক ও টি এম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়।

এম এ মালেক/জেডএইচ/এএসএম

Read Entire Article