স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ, যা বললেন আয়োজকরা

সাংবাদিক লাঞ্ছনা, আয়োজকদের শর্তভঙ্গ এবং চরম অব্যবস্থাপনার অভিযোগে লাতিন বাংলা সুপার কাপে জাতীয় স্টেডিয়ামে ব্রাজিল ও আর্জেন্টিনার দুই ক্লাবের অনূর্ধ্ব-২০ দলের মধ্যকার নির্ধারিত ম্যাচটি আর হচ্ছে না। সূচি অনুযায়ী, ১১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ব্রাজিলের সাও বার্নার্দো অনূর্ধ্ব-২০ দলের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার মন্ত্রণালয়ের এক চিঠিতে জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ বাতিলের পাশাপাশি ম্যাচ স্থগিতের নির্দেশ দেওয়া হয়।   এই ঘটনায় নীরবতা ভেঙেছে লাতিন বাংলা সুপার কাপের আয়োজক এএফ বক্সিং প্রমোশনের । নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তা দেয় তারা। সেখানে দুঃখ প্রকাশ করার পাশাপাশি পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে বলা হয়।  সেই পোস্টে লেখা হয়, ‘লাতিন বাংলা সুপার কাপ হঠাৎ স্থগিত হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। টুর্নামেন্টটি আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা খুব ভালোভাবেই জানি। এই সাময়িক বিরতির কারণে কোনো ধরনের অনিশ্চয়তা বা অসুবিধা সৃষ্টি হয়ে থাকলে আমরা গভীরভাবে দুঃখিত।’ এএফ বক্সিং প্রমোশনের সেই পোস্

স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ, যা বললেন আয়োজকরা
সাংবাদিক লাঞ্ছনা, আয়োজকদের শর্তভঙ্গ এবং চরম অব্যবস্থাপনার অভিযোগে লাতিন বাংলা সুপার কাপে জাতীয় স্টেডিয়ামে ব্রাজিল ও আর্জেন্টিনার দুই ক্লাবের অনূর্ধ্ব-২০ দলের মধ্যকার নির্ধারিত ম্যাচটি আর হচ্ছে না। সূচি অনুযায়ী, ১১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ব্রাজিলের সাও বার্নার্দো অনূর্ধ্ব-২০ দলের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার মন্ত্রণালয়ের এক চিঠিতে জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ বাতিলের পাশাপাশি ম্যাচ স্থগিতের নির্দেশ দেওয়া হয়।   এই ঘটনায় নীরবতা ভেঙেছে লাতিন বাংলা সুপার কাপের আয়োজক এএফ বক্সিং প্রমোশনের । নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তা দেয় তারা। সেখানে দুঃখ প্রকাশ করার পাশাপাশি পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে বলা হয়।  সেই পোস্টে লেখা হয়, ‘লাতিন বাংলা সুপার কাপ হঠাৎ স্থগিত হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। টুর্নামেন্টটি আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা খুব ভালোভাবেই জানি। এই সাময়িক বিরতির কারণে কোনো ধরনের অনিশ্চয়তা বা অসুবিধা সৃষ্টি হয়ে থাকলে আমরা গভীরভাবে দুঃখিত।’ এএফ বক্সিং প্রমোশনের সেই পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ ও সমন্বয়ের কাজ আমরা পর্দার আড়ালে নিরলসভাবে করে যাচ্ছি। খুব শিগগিরই আমরা আমাদের সব অফিসিয়াল মাধ্যমে একটি যথাযথ ও পূর্ণাঙ্গ হালনাগাদ জানিয়ে দেব—এ প্রতিশ্রুতি দিচ্ছি। দয়া করে পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষায় থাকুন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow