বহুল আলোচিত কলকাতার আর জি কর মেডিকেল কলেজের ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হলো সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন।
এদিন মাত্র ১২ মিনিটের শুনানিতে ধর্ষণের সময় আঘাত করে মৃত্যুর চেষ্টা এবং খুনের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
আগামী সোমবার তার সাজা ঘোষণা হবে। সেক্ষেত্রে সবোর্চ্চ শাস্তি হতে পারে ফাঁসি এবং সর্বনিম্ন সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড।
তবে আগের মত শনিবারও আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন অভিযুক্ত সঞ্জয় রায়। বিচারক বলেন সিবিআই যা প্রমাণ দিয়েছে সেই পরিপ্রেক্ষিতেই আপনি দোষী সাব্যস্ত হয়েছেন। আপনাকে শাস্তি পেতেই হবে।
জবাবে সঞ্জয় বলেন আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে পুলিশের শীর্ষ কর্মকর্তারা যেরকম বলেছেন আমি সেই মতোই কথা বলেছি।
এদিন আদালতে উপস্থিত ছিলেন নিহত চিকিৎসকের বাবা-মাসহ আত্মীয় পরিজন।
গত বছর অর্থাৎ ২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয় পোস্ট গ্যাজুয়েট ট্রেইনি ছাত্রীর লাশ। অভিযোগ ওঠে কর্মরত অবস্থায় ওই নারী শিক্ষার্থীকে প্রথমে ধর্ষণ ও পরে খুন করা হয়। এরপরই শোরগোল পরে যায় গোটা ভারতজুড়ে।
ঘটনার তদন্ত নেমে ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের তদন্তকারী কর্মকর্তারা। ঘটনাস্থান থেকে বেশ কিছু তথ্য প্রমাণও সংগ্রহ করেছিল কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআইএর হাতে।
ডিডি/এমএসএম