স্থানীয় পত্রিকা ‘দৈনিক জাহান’র প্রকাশক নাদিম দুদিনের রিমান্ডে

2 weeks ago 6

ময়মনসিংহ থেকে প্রকাশিত ‘দৈনিক জাহান’ পত্রিকার প্রকাশক শেখ মেহেদী হাসান নাদিমের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত বিচারক আব্দুল হাই তার রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান।

তিনি বলেন, বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে নাদিমকে আদালতে তোলে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এসময় বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে নগরীর মাসকান্দা এলাকায় বিসিক শিল্পনগরীতে নিজ বাসা থেকে নাদিমসহ তার দুই সহযোগী শামীম ও আলমগীরকে আটক করে। এসময় চাকু, ড্যাগার, চাপাতি, রামদা, এয়ারগান বুলেট, ভারতীয় মদ, ফেনসিডিলের বোতল, ইয়াবাসহ বিপুল পরিমাণ অবৈধ পামওয়েল উদ্ধার করে একটি প্রাইভেটকারসহ মোটরসাইকেলও জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, পত্রিকা প্রকাশনার আড়ালে শেখ মেহেদী হাসান নাদিম অস্ত্র-মাদক কারবার করতেন। তাকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। তার সঙ্গে এই কারবারে যারা জড়িত, সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এর আগে ২০১৬ সালের ১৭ জানুয়ারিতে মেহেদী হাসান নাদিম গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। ওইসময় তার বাসা থেকে পিস্তল, গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কামরুজ্জামান মিন্টু/এসআর/এমএস

Read Entire Article