স্থানীয় প্রকল্পের পাওনা পরিশোধ ডলারে

2 months ago 17

কোন স্থানীয় প্রকল্পের কর্তৃপক্ষের যেকোন পাওনা এখন থেকে ডলারে পরিশোধ করার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে বিড বন্ড, পারফরমেন্স বন্ড ও গ্যারান্টির বিপরীতে স্থানীয় প্রকল্পের কর্তৃপক্ষকে ডলার ইস্যু করতে পারবে। 

তবে প্রকল্প বাতিল কিংবা স্থগিত করলে তার বিপরীতে পাওনা স্থানীয় মুদ্রাটা টাকায় পরিশোধ করা যাবে। 

বৃহস্পতিবার (২৯ মে) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, এডি ব্যাংক পাওনা পরিশোধের ক্ষেত্রে টেন্ডার বা দরপত্রের নথিপত্র যাচাই করে আরটিজিএস পদ্ধতিতে পাওনা পারিশোধ করবে। বিশেষ করে জয়েন্ট ভেঞ্চার বা সমবায় সমিতির স্থানীয় প্রতিষ্ঠান এবং বিদেশি পার্টনারদের পাওনা পরিশোধে ডলারে পরিশোধ করতে হবে।

এদিকে, বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।

পরিদর্শনের বিষয়ে বলা হয়, এটিএম বুথে সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করা, এটিএম বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করা এবং পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি বুথে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থানসহ সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের বুথ পরিদর্শন করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

আর পয়েন্ট অব সেলের (পিওএস) ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস ও কিউআর কোড সেবা নিশ্চিত করা এবং জালজালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহককে সচেতন করারও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Read Entire Article