স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (রবিবা) শিক্ষার্থীরা।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে মানববন্ধন শেষে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মিছিলে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে স্মারকলিপি জমা দেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার বলেন, ‘তোমাদের দাবি হৃদয়ের। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমি যার পরিমাণ ২২৫ একর- সেখানে দ্রুত ক্যাম্পাস নির্মাণ এবং শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে। স্থায়ী ক্যাম্পাস সম্পর্কিত তোমাদের এ দাবির সঙ্গে আমার প্রশাসনের কোনো দ্বিমত নেই। এটি আমাদের চাহিদা এবং লক্ষ্য।
তিনি বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমি থাকা সত্ত্বেও অর্থ বরাদ্দ না হবার কারণে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাত বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার কাজ আজও শুরু হয়নি, এটি বাস্তবতা। তবে আমি আশাবাদী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকার এবং তার আওতাধীন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি পূরণের লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
পরে উপাচার্যের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করে।