স্পিরিট পানে আরও দুজনের মৃত্যু

রংপুরের বদরগঞ্জে রেকটিফায়েড স্পিরিট পান করে অসুস্থ আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ও রাতে পৃথক স্থানে তাদের মৃত্যু হয়। তারা হলেন- বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের আব্দুল মালেক ও সদর উপজেলার শ্যামপুর বন্দর কলেজপাড়ার বাসিন্দা রাশেদুল ইসলাম। এর আগে গত রোববার (১১ জানুয়ারি) রাতে রেকটিফায়েড স্পিরিট পানের পর বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, ওই রাতে তারা রেকটিফায়েড স্পিরিট পান করেছিলেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে সদর উপজেলার শ্যামপুর এলাকার জয়নুল আবেদিন তার বাড়িতে রেকটিফায়েড স্পিরিট বিক্রি করে আসছিলেন। মারা যাওয়া ব্যক্তিরা জয়নুল আবেদিনের কাছ থেকে স্পিরিট কিনে পান করেন। পরে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়। বদরগঞ্জ থানার ওসি মো. হাসান জাহিদ সরকার, আবদুল মালেক সদর উপজেলার শ্যামপুর বাজারে পানের দোকান করতেন। গতকাল রাত পৌনে ১১টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। রেকটিফায়েড স্পিরিট পানের পর তিনি অসুস্থ ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপু

স্পিরিট পানে আরও দুজনের মৃত্যু

রংপুরের বদরগঞ্জে রেকটিফায়েড স্পিরিট পান করে অসুস্থ আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ও রাতে পৃথক স্থানে তাদের মৃত্যু হয়। তারা হলেন- বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের আব্দুল মালেক ও সদর উপজেলার শ্যামপুর বন্দর কলেজপাড়ার বাসিন্দা রাশেদুল ইসলাম।

এর আগে গত রোববার (১১ জানুয়ারি) রাতে রেকটিফায়েড স্পিরিট পানের পর বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, ওই রাতে তারা রেকটিফায়েড স্পিরিট পান করেছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে সদর উপজেলার শ্যামপুর এলাকার জয়নুল আবেদিন তার বাড়িতে রেকটিফায়েড স্পিরিট বিক্রি করে আসছিলেন। মারা যাওয়া ব্যক্তিরা জয়নুল আবেদিনের কাছ থেকে স্পিরিট কিনে পান করেন। পরে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার ওসি মো. হাসান জাহিদ সরকার, আবদুল মালেক সদর উপজেলার শ্যামপুর বাজারে পানের দোকান করতেন। গতকাল রাত পৌনে ১১টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। রেকটিফায়েড স্পিরিট পানের পর তিনি অসুস্থ ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রংপুর সদর কোতোয়ালি থানার ওসি আব্দুল গফুর বলেন, রাশেদুল হক মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে শ্যামপুর বাজার এলাকায় অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে রাস্তায় মারা যান। ওই সময় তিনি বমি করছিলেন। ধারণা করা হচ্ছে, রাশেদুলও রেকটিফায়েড স্পিরিট পানের ফলে বিষক্রিয়ায় মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে মৃত তিনজন হলেন- বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের সোহেল মিয়া (৩০), আলমগীর (৪০) ও রংপুর সদর উপজেলার শ্যামপুরের শাহপাড়ার জেনতার আলী (৪১)। সোহেল মিয়া ভ্যানচালক, আলমগীর ব্যবসায়ী ও জেনতার আলী কৃষিকাজ করতেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow