স্পিরিটস অব জুলাই এবং স্কাইট্র্যাকার লিমিটেড আয়োজিত একোস অব রেভ্যুলিউশন কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এই সংক্রান্ত্র একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, একোস অব রেভ্যুলিউশন কনসার্টটি আয়োজনে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম এবং রাহাত ফতেহ আলী খানের দলসহ সংশ্লিষ্টরা কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। আর এই আয়োজনের বিক্রিত টিকেটের অর্থ জুলাই বিপ্লবে আহত এবং নিহতের পরিবারের কল্যাণে ব্যবহৃত হবে।
এতে বলা হয়, এনবিআরের সংশ্লিষ্ট কমিশনার এই আদেশের মাধ্যমে অব্যাহতিপ্রাপ্ত কনসার্ট হিসেবে নিশ্চিত করবেন। তবে এই ক্ষেত্রে কোনো অনিয়ম হলে ভ্যাট ও সম্পূরক শুল্ক পরিশোধ করতে হবে।
উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে স্পিরিটস অব জুলাই এবং স্কাইট্র্যাকার লিমিটেড আয়োজিত একোস অব রেভ্যুলিউশন কনসার্ট অনুষ্ঠিত হবে।