স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

8 hours ago 8

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে স্বেচ্ছাসেবক দল স্পেন শাখা। দেশটির রাজধানী মাদ্রিদের গ্রামবাংলা রেস্টুরেন্টের হলরুমে সংগঠনের আহ্বায়ক শিপার আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদ আলীর পরিচালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির। 

আরও বক্তব্য দেন স্পেন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মল হক মনু ও মাহবুবুর রহমান ঝন্টু ও স্পেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাবেক সহ-সভাপতি হেমায়েত খান, মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমেদ সামছু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, বর্তমান সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসীম, বিএনপি নেতা আব্দুল মোতালিব বাবুল, জাকিরুল ইসলাম জাকি, হেলাল উদ্দিন সোলেমান, হুমায়ুন কবির রিগ্যান, সাইয়েদ মিয়া, ইউনুস আলি, হুমায়ুন কবির রিগ্যান, হারুনুর রশিদ, যুবদল নেতা আব্দুল মজিদ সুজন, শাহ আলম প্রমুখ।

বিপ্লব খানের পাঠে কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এ প্রসঙ্গে সংগঠনটির সদস্য সচিব আসাদ আলী বলেন, বিএনপি আপামর জনগনের ভালোবাসা নিয়ে বারবার ক্ষমতায় এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল বিএনপি উদার, আধুনিক মনস্ক, গণতান্ত্রিক দলের নাম। মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে এ দলের গণজোয়ার থামানো যাবেনা। আগামীর নতুন বাংলাদেশ গড়ার নায়ক তারেক রহমান। ইনশাআল্লাহ তার নেতৃত্বেই নতুন করে স্বপ্ন দেখবে বাংলাদেশ।

Read Entire Article