স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

5 hours ago 6
লা লিগার ইতিহাসে প্রথমবারের মতো স্পেনের বাইরে ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়েছে আয়োজক কমিটি। চলতি মৌসুমে ভিয়ারিয়াল–বার্সেলোনার একটি লিগ ম্যাচ মায়ামিতে আয়োজনের প্রস্তাব দিয়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তবে সেই পরিকল্পনার বিরুদ্ধে একযোগে আপত্তি তুলেছেন লা লিগার সব ক্লাবের অধিনায়করা। স্প্যানিশ ফুটবল খেলোয়াড়দের সংগঠন এএফই (এএফই) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, পর্যাপ্ত তথ্য ও আলোচনার অভাবে তারা এই ম্যাচ আয়োজনের বিষয়টি মেনে নিতে রাজি নয়। বার্সেলোনা ও ভিয়ারিয়ালের খেলোয়াড়রাও একই অবস্থান নিয়েছেন। এএফই জানিয়েছে, এত বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে খেলোয়াড়দের সঙ্গে কোনো আলাপ করা হয়নি। অথচ বিদেশে গিয়ে খেলা মানে ভ্রমণ, বিশ্রাম ও ম্যাচ সূচির ব্যাপক প্রভাব পড়বে খেলোয়াড়দের উপর। তাদের মতে, বিষয়টি শুধু ক্রীড়াসূচি নয়, বরং কর্মপরিবেশের সঙ্গেও সরাসরি জড়িত। খেলোয়াড়দের ভাষায়: ‘আমরা একতাবদ্ধ। আমরা সম্মান চাই, স্বচ্ছতা চাই।’ এএফই আগে থেকেই জানিয়ে আসছে, ম্যাচের মাঝে ৭২ ঘণ্টা বিশ্রাম তাদের কাছে অ–আলোচনীয়। বিদেশ সফর করলে এই নিয়ম ভাঙা প্রায় অনিবার্য হবে। ফলে, খেলোয়াড়দের কর্মপরিবেশ ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করছেন তারা। সবশেষে এএফই ও লা লিগার ২০ ক্লাবের অধিনায়কেরা একসুরে জানিয়ে দিয়েছেন—লিগের কাঠামোতে যেকোনো পরিবর্তনের আগে অবশ্যই তাদের মতামত নিতে হবে। ফুটবলাররা নিজেরাই যখন “ফুটবলের আসল নায়ক”, তখন তাদের অগ্রাহ্য করে এমন সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
Read Entire Article