স্বজন বিসর্জন দিলেও আত্মসমর্পণ করেনি ইরানিরা : আব্বাস আরাগচি

2 months ago 8

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানিরা রক্ত দিয়েছে কিন্তু সম্মান দেয়নি। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহত ইরানি শহীদদের জানাজা উপলক্ষে তিনি এ বার্তা দেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

শনিবার (২৮ জুন) আব্বাস আরাগচি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বলেন, তার স্বদেশীরা ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের সময় তাদের রক্ত দিয়েছে কিন্তু সম্মান নয়। ইরান রাষ্ট্রীয়ভাবে সেসব শহীদদের জানাজা আয়োজন করেছে।

তিনি আরও বলেন, ‘ইরানিরা রক্ত ​​দিয়েছে, জমি নয়; তাদের প্রিয়জনদের দিয়েছে, সম্মান নয়; তারা হাজার টন বোমার বৃষ্টি সহ্য করেছে, কিন্তু আত্মসমর্পণ করেনি।’ ইরান ‘আত্মসমর্পণ’ শব্দটির অস্তিত্ব স্বীকার করে না বলেও মন্তব্য করেন তিনি। 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বার্তা দেন আব্বাস। ট্রাম্প যদি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে সত্যিই আগ্রহী হন, তবে তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি ‘অশোভন ও অগ্রহণযোগ্য ভাষা’ ব্যবহার বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। 


তিনি সতর্ক করে বলেন, ‘চুক্তির জন্য সদিচ্ছা থাকলে সম্মান প্রদর্শন আবশ্যক। ট্রাম্পের এমন ভাষা কেবল খামেনিকে নয়, বরং তার কোটি ভক্ত-অনুসারীকেও আঘাত করছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এদিকে ইরানি শহীদদের জানাজায় অংশ নিতে তেহরানে হাজারো মানুষ শনিবার (২৮ জুন) জড়ো হয়েছেন। শহীদদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা থেকে শুরু করে বেসামরিক ও সাধারণ নাগরিক পর্যন্ত।

তেহরানের ঐতিহাসিক ইঙ্গেলাব স্কয়ার ও তেহরান বিশ্ববিদ্যালয় এলাকার রাস্তাগুলো ছিল শোকাহত মানুষের ভিড়ে পরিপূর্ণ। জাতীয় পতাকা দিয়ে মোড়ানো শহীদদের কফিন বহনের সময় মানুষের চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল শ্রদ্ধা আর কণ্ঠে উচ্চারিত হচ্ছিল ‘আল্লাহু আকবর’ ও ‘শহীদরা অমর’- এমন সব শোকাবহ স্লোগান।

Read Entire Article