স্বদেশে তারেক রহমান; রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ১১টা ৪৪ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরার পর বিকেলে রাজধানীর পূর্বাচলে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’-তে বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা দেন তারেক রহমান। এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, জাতীয় পার্টি ও  ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়াতারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, একজন রাজনৈতিক সহকর্মীর দীর্ঘ ১৭ বছর পর রাজনীতির মাঠে ফেরাকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। তবে জাতীয় ঐক্য ও রাজনৈতিক পরিকল্পনায় তারেক রহমানের ভূমিকা কী হবে, তা পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও তার প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখেন। তবে তিনি বলেন, তার রাজনৈতিক ভূমিকার ওপরই ভবিষ্যতে

স্বদেশে তারেক রহমান; রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ১১টা ৪৪ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরার পর বিকেলে রাজধানীর পূর্বাচলে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’-তে বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা দেন তারেক রহমান।

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, জাতীয় পার্টি ও  ইসলামী আন্দোলন বাংলাদেশ।

জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া
তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, একজন রাজনৈতিক সহকর্মীর দীর্ঘ ১৭ বছর পর রাজনীতির মাঠে ফেরাকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। তবে জাতীয় ঐক্য ও রাজনৈতিক পরিকল্পনায় তারেক রহমানের ভূমিকা কী হবে, তা পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও তার প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখেন। তবে তিনি বলেন, তার রাজনৈতিক ভূমিকার ওপরই ভবিষ্যতে তার অবস্থান নির্ধারিত হবে।

এনসিপির স্বাগত ও বক্তব্য
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বলেন, এতে দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চা আরও সুসংহত হবে। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, একজন নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ দেশে ফেরার অধিকার পুনরুদ্ধার গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, তারেক রহমানের দেশে ফেরায় নির্বাচন নিয়ে তৈরি হওয়া শঙ্কা অনেকটাই কেটে গেছে।

জাতীয় পার্টির প্রতিক্রিয়া
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এক শুভেচ্ছা বার্তায় বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, তারেক রহমানের আগমনে বিএনপির নেতৃত্বশূন্যতা দূর হবে এবং দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে তারেক রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতির সুস্থতায় ভূমিকা রাখবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow