স্বনামধন্য সংবাদ পাঠক সালেহ আকরাম আর নেই

6 hours ago 3

দেশের স্বনামধন্য সংবাদ পাঠক সালেহ আকরাম আর নেই। শনিবার (২১ ডিসেম্বর) রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ টেলিভশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

যেখানে লেখা হয়েছে, বাংলাদেশ টেলিভিশনের স্বনামধন্য বাংলা সংবাদ পাঠক সালেহ আকরাম শনিবার রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। আগামী বুধবার (২৫ ডিসেম্বর) তার জানাজা অনুষ্ঠিত হবে।

সালেহ আকরামের জন্ম ফরিদপুর। তিনি পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সত্তরের দশকে তিনি সংবাদ পাঠক হিসেবে যোগ দেন বাংলাদেশ টেলিভিশনে। দেশের বরেণ্য সংবাদ পাঠকদের মধ্যে অন্যতম তিনি। পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে যুক্ত হন সালেহ আকরাম।

Read Entire Article