স্বপ্নবাজ
আর বলিষ্ঠ হয়েছে নিঃশব্দ পথচলায়।
ফেলে আসা দুর্দমনীয় অর্ধেক জীবনে
খণ্ড খণ্ড অখণ্ড বালুকণায়,
কাদায়, মাটিতে আর সবুজ আশ্বাসে—
বছর বছর পলি, পার্বণ আর পিঠায়
৫৪ বছরে পরবর্তী নিঃশব্দ পথচারীর
অচেনা পথের ধুলো হয়েছে।
আসছে দ্বিতীয়ার্ধে নদীর প্লাবনে
পঞ্চাশের ক্ষত শরীর তার—
পরবর্তী পঞ্চাশের ঠিকানা হবে।
মাটির প্রদীপ হবে।
চরের জোনাকি হবে।
যেমন হয়েছিল ’৭১-এর
আর বলিষ্ঠ হয়েছে নিঃশব্দ পথচলায়।
ফেলে আসা দুর্দমনীয় অর্ধেক জীবনে
খণ্ড খণ্ড অখণ্ড বালুকণায়,
কাদায়, মাটিতে আর সবুজ আশ্বাসে—
বছর বছর পলি, পার্বণ আর পিঠায়
৫৪ বছরে পরবর্তী নিঃশব্দ পথচারীর
অচেনা পথের ধুলো হয়েছে।
আসছে দ্বিতীয়ার্ধে নদীর প্লাবনে
পঞ্চাশের ক্ষত শরীর তার—
পরবর্তী পঞ্চাশের ঠিকানা হবে।
মাটির প্রদীপ হবে।
চরের জোনাকি হবে।
যেমন হয়েছিল ’৭১-এর