স্বরাষ্ট্র উপদেষ্টার টাকা না নিয়ে পথশিশু বলল, ‘টাকা নিলে মানুষে মন্দ কইব’

2 months ago 6

ঈদ আজহা উদযাপন করতে বাড়ি ছুটছে মানুষ। সেই পরিস্থিতি দেখতে বুধবার (৪ জুন) কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের টিকিট পাওয়া ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

রেলস্টেশন নিজে গাড়ি থেকে নামার পর রামিন নামের এক পথশিশু এগিয়ে এসে তাকে সালাম দেয়। স্বরাষ্ট্র উপদেষ্টাও তার কাছে এগিয়ে আসেন। তখন পথশিশু রামিন স্বরাষ্ট্র উপদেষ্টার পায়ে ধরে সালাম করার চেষ্টা করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অসংখ্য মানুষকে আবেগাপ্লুত করে তোলে।

ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা রামিনকে পা ছুঁতে না দিয়ে দোয়া করে দেন এবং তাকে কিছু টাকা দিতে চান। তবে রামিন বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করে বলতে থাকে, ‘স্যার টাকা লাগব না স্যার, না না টাকা লাগব না।’

অনেক চেষ্টা করেও স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে আর টাকা দিতে পারেননি। পরে পথশিশু রামিন সেখান থেকে চলে যেতে চাইলে তিনি আবার তাকে ডেকে এনে মাথায় হাত বুলিয়ে দেন।

ভিডিওতে আরও দেখা গেছে, সাংবাদিকরা রামিনের কাছে জানতে চাইলে সে জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা গাড়ি থেকে নেমে তাকে ধরায় তার অনেক ভালো লেগেছে।

তবে টাকা না নেওয়ার বিষয়ে সে বলে, ‘টাকা নিলে মাইনষে মন্দ কইব। এই টাকা দিয়ে দুদিন খাইলেই শেষ হয়া যাইব। আমার টাকা লাগব না। উনার দোয়া হলেই চলবে।’

নিজের পরিচয় দিয়ে কিশোর রামিন জানায়, তার বাড়ি নেত্রকোনার জাহেরপুরে।

Read Entire Article