স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ফজলে সাদাইন খোকন (৭২) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নানা শারীরিক জটিলতায় স্বাধীন বাংলা ফুটবল দলের এই খেলোয়াড় ১১ নভেম্বর থেকে চিকিৎসাধীন ছিলেন।
খোকনের স্ত্রী শাহেদুন নেশা নীলা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খোকন সংকটাপন্ন অবস্থায় প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে ঢাকায় সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখাই শনিবার সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রোববার বাদ জোহর হেতেম খান গোরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দল গঠিত হয়েছিল ৩৫ জন খেলোয়াড় নিয়ে। রাজশাহী থেকে এই দলের একমাত্র সদস্য ছিলেন ফজলে স্বাধীন খোকন। দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু ১৮ নভেম্বর মারা গেছেন। এর পরই জীবন যুদ্ধে হেরে গেলেন রাজশাহীর কৃতিসন্তান ফজলে স্বাধীন খোকন।
সাখাওয়াত হোসেন/এফএ/এমএস