‘স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়া পরিবার পাশে ছিল’

2 months ago 5
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়া পরিবার সব সময় মানুষের পাশে ছিল।  শনিবার (২১ জুন) দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। দুলু বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনাকে একসময় পালাতে হয়েছিল। এখন আবার গণতন্ত্র ও ভাতের অধিকার ফিরে এসেছে। তিনি বলেন, আমার হাত ধরেই নাটোরের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। কোনো শিক্ষক আমার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ দিতে পারবেন না। কিন্তু আওয়ামী লীগ আমলে নিয়োগে লাখ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন নাটোর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপনসহ শিক্ষক নেতারা।
Read Entire Article