স্বাধীনতা দিবসে পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

1 month ago 15

পশ্চিমবঙ্গজুড়ে ৭৯ তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। আর এই স্বাধীনতা দিবসের দিন সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ১০ জনের। আহত অন্তত ৩৫ জন। সকলকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাতটা নাগাদ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরি ঘাটে। সেখানে একটি দারিয়ে থাকা ট্রাকের পেছনে সজরে ধাক্কা মারে যাত্রী বোঝাই একটি বাস।

জানা গেছে, দুর্গাপুরের দিকে যাওয়ার পথে একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস একটি দারিয়ে থাকা ট্রাকের পেছনে সজরে ধাক্কা মারে। বাসটির গতি এতটাই ছিল যে বাসটির সামনের দিকের অংশটি পুরো দুমড়ে যায়।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সকলকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদেরকে দেখে ১০ জনকে মৃত বলে ঘোষণা দেন।

পুলিশ জানিয়েছে, সকলের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে এবং কি কারণে এত বড় দুর্ঘটনা ঘটলো সেই ট্রাকের চালকই বা কোথায় গেল সমস্তটাই তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিডি/এমএসএম

Read Entire Article