স্বাধীনতা দিবসে হবে ৪ তারকার যুদ্ধ

17 hours ago 6

ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট। সাধারণত বক্স অফিসের জন্য এই তারিখটি বেশ গুরুত্বপূর্ণ এবং লাভজনক সময়। প্রতি বছরেই এই দিনে দেখা যায় সিনেমা মুক্তির হিড়িক পড়ে। এই বছরও তার ব্যতিক্রম নয়। বড় বড় তারকারা হাজির হবেন একসঙ্গে বক্স অফিসের ময়দানে। চলবে আধিপত্য বিস্তারের যুদ্ধও।

সেই তারকাদের তালিকায় আছেন রজনীকান্ত, সানি দেওল, আমির খান ও হৃতিক রোশন।

অদিত্যা চোপড়া আগেই ঘোষণা দিয়ে রেখেছেন ‌১৫ আগস্ট তার ‌‘ওয়ার ২’ ছবিটি মুক্তি দেবেন। এই ছবিতে হৃত্বিক ফিরবেন আবারও যোদ্ধার ভূমিকায়। তারসঙ্গে ভিলেন চরিত্রে দেখা যাবে এনটিআর জুনিয়রকে। এবার শোনা যাচ্ছে, আগস্টের ১৫ তারিখে তিনটি বড় ছবির মোকাবিলা করতে হবে ‌‌‘ওয়ার ২’-কে।

একটি বিশ্বস্ত সূত্রের বরাতে পিঙ্কভিলা জানায়, আমির খান তার প্রযোজিত ‌‘লাহোর : ১৯৪৭’ ছবির মুক্তি পরিকল্পনা করছেন। ছবিটিকে সাফল্যের মুখ দেখাতে বক্স অফিসে তিনিও যে প্রভাব ফেলবেন তা তো স্পষ্ট। রাজকুমার সান্তোশি পরিচালিত সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। ছবিতে আমির খান নিজেও একটি বিশেষ ক্যামিও চরিত্রে থাকবেন।

সূত্র দাবি করছে, ছবিটি ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করার গল্পে নির্মিত হচ্ছে। তাই ১৫ আগস্টই মুক্তির উপযুক্ত সময়।

স্বাধীনতা দিবসে ‘কুলি’ নামক আরেকটি ছবির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘ওয়ার ২’। এই ছবিটি পরিচালনা করছেন লোকেশ কানাগরাজ। আর এতে অভিনয় করছেন ভারতের সিনেমার সবচেয়ে বড় তারকা রজিনীকান্ত। এই সিনেমাতেও আমির খান একটি ক্যামিও চরিত্রে হাজির হবেন।

এলআইএ/এএসএম

Read Entire Article