স্বাধীনতা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কাছে বন্দি ছিল : অভি

3 weeks ago 18

ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেছেন, ‘১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও সেই স্বাধীনতা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কাছে বন্দি ছিল। সেই বন্দিদশা থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আমাদের স্বাধীনতা মুক্তি পেয়েছে। যার ফলে ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী ফ্যাসিস্টমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে।’ 

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ওনার সঙ্গে সেচ্ছাসেবক দলের প্রায় ৮ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নাজমুল হাসান অভি আরও বলেন, ‘বিজয় দিবসের এ দিনে আমরা মুক্তিযুদ্ধের সব বীর শহীদদের স্মরণ করছি। সেই সঙ্গে জুলাইয়ের ছাত্র আন্দলোন ও গণ-অভ্যুত্থানের শহীদদের গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিগত দিনে জুলুমবাজ সরকার শেখ হাসিনার জন্য আমরা স্মৃতিসৌধে আসতে পারিনি। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করেছিল। যার জন্য সাময়িকভাবে স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারিনি।’

তিনি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আমাদের স্বাধীনতা মুক্তি পেয়েছে। আজ আমরা স্বাচ্ছন্দে নির্বিঘ্নে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি।’

Read Entire Article