স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

দিনাজপুর-৬ আসনের (ঘোড়াঘাট, বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ) বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ স্বাধীনতার ৫৪ বছর পরে কোনো অবস্থাতেই মৌলবাদীর কাছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হোক এমন কার্যক্রম করে কাউকে কোনো সুযোগ দেবে না। আপনাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুলানন্দনপুর এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।  জাহিদ হোসেন বলেন, আমাদের নেতা বলতেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। কোনো অবস্থাতেই কোনো কিছুতে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই। বিএনপি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এবং দেশের মানুষের দল।  ডা. জাহিদ হোসেন আরও বলেন, জনগণই আমাদের শেষ ঠিকানা। জনগণই যেহেতু আমাদের শেষ ঠিকানা, কাজেই বিএনপি মনে করে, জনগণকে যদি ঐক্যবদ্ধ করা যায়, তাহলে ঐক্যবদ্ধ জনগণ আগামী দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রহরী হিসেবে কাজ করবে। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন- ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শ

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

দিনাজপুর-৬ আসনের (ঘোড়াঘাট, বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ) বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ স্বাধীনতার ৫৪ বছর পরে কোনো অবস্থাতেই মৌলবাদীর কাছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হোক এমন কার্যক্রম করে কাউকে কোনো সুযোগ দেবে না। আপনাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুলানন্দনপুর এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। 

জাহিদ হোসেন বলেন, আমাদের নেতা বলতেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। কোনো অবস্থাতেই কোনো কিছুতে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই। বিএনপি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এবং দেশের মানুষের দল। 

ডা. জাহিদ হোসেন আরও বলেন, জনগণই আমাদের শেষ ঠিকানা। জনগণই যেহেতু আমাদের শেষ ঠিকানা, কাজেই বিএনপি মনে করে, জনগণকে যদি ঐক্যবদ্ধ করা যায়, তাহলে ঐক্যবদ্ধ জনগণ আগামী দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রহরী হিসেবে কাজ করবে। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন- ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এটিএম মাহফুজুল হক মাফুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রানুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow