‘স্বাধীনতাপরবর্তী কোনো সরকারই কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করেনি’

3 days ago 4

স্বাধীনতাপরবর্তী কোনো সরকারই কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করেনি বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। 

শনিবার (০৯ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ভাসানী কৃষক পরিষদের এক মতবিনিময় সভায় শেখ বাবলু এসব কথা বলেন।

তিনি বলেন, যে কৃষক দেশের মানুষের খাদ্য উৎপাদন করে তাদের কথা কেউ ভাবে না। সিন্ডিকেটের কারণে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় না। কৃষি এবং কৃষকের উন্নতি ছাড়া দেশের উন্নয়ন অর্থহীন। মওলানা ভাসানী কৃষকের ন্যায্য অধিকার, কৃষি উপকরণের সুলভ মূল্য এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য তথা কৃষকের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমরা মওলানা ভাসানীর অনুসৃত পথে এই অবহেলিত কৃষক সমাজের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাব। 

ভাসানী কৃষক পরিষদের আহ্বায়ক হাজি মাসুদ খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আবু ইউসুফ সেলিম, কেন্দ্রীয় নেতা বাবুল বিশ্বাস, নুরুজ্জামান হীরা, মোহাম্মদ ইসমাইল, আরিফুর রহমান, হাবিবুর রহমান হাবিব, কৃষক পরিষদের আহসান হাবিব, নারী নেত্রী সোনিয়া আক্তার প্রমুখ।

 

Read Entire Article