স্বাধীনতার প্রথম টার্গেট গণতন্ত্র নষ্ট করেছিল আওয়ামী লীগ

3 hours ago 4

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে যে বুলি আওড়িয়েছে, তা ছিল জাতির সঙ্গে এক ধরনের প্রতারণা। তারা স্বাধীনতার সুফলতো দূরের কথা, স্বাধীনতা বলতে কী বোঝায় সে ধারণাটাই পাল্টে দিয়েছিল।

তিনি আরও বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধের মূল চাওয়া ছিল মানুষের অধিকার। কিন্তু আওয়ামী লীগ মানুষের সে অধিকার কেড়ে নিয়েছিল। তারা স্বাধীনতার প্রথম টার্গেট গণতন্ত্রকে নষ্ট করেছিল।

শুক্রবার (১০ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর আইডিইবি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী-সদস্য শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ মানুষকে দশ টাকা কেজি চাল দিবে বলে দিতে পারেনি। তারা মানুষের ভোটের অধিকার কুক্ষিগত করেছিল। কেয়ারটেকার সরকার বাদ দিয়ে ভোটের সিস্টেমকেই তারা বিকৃত করেছে। ঘোষণা দিয়েই নিজেরা ভোট করে ফেলেছে। ২০১৪ সালে বিনা ভোটেই সরকার গঠনের চেয়ে বেশি এমপি পাস করিয়ে নিয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

এএএম/এসআইটি

Read Entire Article