স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণের খবর, আসলে কী ঘটেছিল সেখানে
ঢাকার ধামরাইয়ে অথিতি হয়ে বেড়াতে আসা স্বামীকে মধ্যরাতে গাছে বেঁধে মারধর এবং তার কথিত স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করার মতো গুরুতর অপরাধের খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে গিয়ে সাংঘর্ষিক তথ্য পাওয়া গেছে। সেখানকার স্থায়ী বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলা হয়েছে। পুলিশের সঙ্গেও বিষয়টি নিয়ে দফায় দফায যোগাযোগ করা হয়েছে। সবার বর্ণনা এক করে দেখা যাচ্ছে, গাছে বাঁধা ও ধর্ষণের নির্ভরযোগ্য কোনো তথ্য কারো কাছে নেই। গত ১৫ জানুয়ারি রাতে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন এলাকায় শান্তি মনি দাসের বাড়িতে অতিথি দম্পতির ওপর যৌন নিপীড়নের তথ্য তুলে ধরে ঘটনার চার দিন পর ১৯ জানুয়ারি বেশ কিছু সংবাদমাধ্যমে রমরমা খবর প্রকাশ পায়, যা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হয়।