ঈদে বাড়ি ফেরার সময় পথরোধ করে দস্যুতা করে ও সংঘবদ্ধ ধর্ষণের উদ্দেশ্যে এক দম্পতিকে অপহরণ করে বখাটেরা। মোবাইল ফোনে অবগত হয়ে অপহৃত দম্পতির ছেলে পুলিশে খবর দিলে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। এ সময় তিন বখাটে যুবককে আটক করে পুলিশ।
সোমবার (৩১ মার্চ) ঈদের দিন ভোরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির কর্মরত পুলিশ বাট্টাপাড়া এলাকা থেকে আটক করে বখাটেদের।
মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন, নেত্রকোনা সদর থানার ঠাকুরাকোনা ইউনিয়নের সিংড়াজান গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে সাব্বির মিয়া (১৯), একই ইউনিয়নের সতশ্রী গ্রামের মো. কুদ্দুছ মিয়ার ছেলে মারুফ মিয়া (২৪), মনজুরুল হকের ছেলে ইমন মিয়া (২৭)।
এলাকাবাসী ও ভুক্তভোগীর স্বামীর সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার গাভী গ্রাম থেকে নিজ বাড়িতে ফকিরের বাজার এলাকায় আসছিলেন। ওইদিন (রোববার) রাতে গাড়ি না পেয়ে ঠাকুরাকোনা থেকে হেঁটে তাতিয়র ব্রিজ পার হতেই মোটরসাইকেলে করে এসে ৪ বখাটে তাদের পথরোধ করে। এ সময় তাদের দুইজনকে স্বামী স্ত্রী কি না প্রশ্ন করতে থাকেন। পরে বখাটেরা জানায় বড় অফিসারের পারমিশন নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে। ওই সময় স্বামী স্ত্রীকে পার্শ্ববর্তী একটি ফিশারিতে নিয়ে যান। সেখানে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। তাদের কাছে থাকা টাকা পয়সা, জিনিসপত্র, কানের দুল নিয়ে যায়। এ সময় ভুক্তভোগীর স্বামী তার স্ত্রীকে নিয়ে চিৎকার করে দৌড়ে পালানোর চেষ্টা করে। ডাক চিৎকার শুনে স্থানীয়রা বখাটেদের আটক করে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী চারজনের বিরুদ্ধে দস্যুতার অভিযোগে একটি মামলা দায়ের করেছে। আটকদের তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
এইচ এম কামাল/এমআরএম