নরসিংদীতে স্বামী ফরিদ মিয়ার দেওয়া আগুনে পুড়ল স্ত্রী, সন্তান, শ্যালিকাসহ পাঁচজন। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে শহরের সঙ্গীতা এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—ফরিদের স্ত্রী রিনা বেগম (৩৮), তার দুই ছেলে আরাফাত (১৫) ও তাওহীদ (৬) এবং শ্যালিকা সালমা বেগম (৩৪) ও তার ছেলে ফরহাদ (১২)।
স্থানীয় বাসিন্দারা জানান, ফরিদ মিয়া পেশায় পিকআপভ্যান চালক। ফরিদ ও রিনার মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এসব কারণে রিনা বেগম তার বাবা বাড়ি সঙ্গীতা এলাকায় সন্তানদের নিয়ে বসবাস করে আসছিলেন। পারিবারিক কলহের জের ধরে রাত ২টার দিকে স্বামী ফরিদ মিয়া ঘরে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী, সন্তান ও শ্যালিকার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। প্রতিবেশী ও পুলিশ টিনের বেড়া ভেঙে ঘরের ভেতর থেকে দগ্ধদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
দগ্ধ সালমার বাবা মহন মিয়া বলেন, ফরিদ নেশাগ্রস্ত, সে আমার মেয়ের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার করছে। রাতে ঘরে আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে দিল। আমি তার বিচার চাই।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনিক কুমার গুহ বলেন, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা আমরা এখনো বলতে পারছি না। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

2 weeks ago
16









English (US) ·