স্বামীর সঙ্গে বিদেশ যাওয়া হলো না জেরিনের

1 month ago 24

রাজধানীর রমনা থানায় সেঞ্চুরি অ্যাভিনিউয়ের একটি বাসার পাঁচতলা থেকে জেরিন জুই (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) রাতে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান জানান, রমনা সেঞ্চুরি অ্যাভিনিউয়ের ১২৪ নম্বর বাসার পাঁচতলার একটি রুম থেকে জেরিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহত জেরিনের স্বামীর নাম গোলাম মোহাম্মদ ফায়সাল। তিনি একজন ব্যবসায়ী। তারা সবাই এক সঙ্গে থাকতেন। বিভিন্ন সময় দেশের বাইরে ব্যবসার কাজে থাকতেন ফয়সাল। কি কারণে তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তা জানা যায়নি। মৃত্যুর বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জেরিনের আত্মীয় রাকিব জানান, জেরিনের এক বছর আগে বিয়ে হয়। রমনায় দুই বোন আর পরিবারসহ প্রায় ১৫ বছর ধরে একই বাসায় থাকছেন তারা। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো ছিল। কী কারণে জেরিন গলায় ফাঁস দিয়েছে এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। এ বছরেই জেরিনকে নিয়ে বিদেশে বেড়াতে যাওয়ার কথা ছিল তার স্বামীর।

তিনি আরও জানান, নিহত জেরিনের গ্রামের বাড়ি পিরোজপুর সদরে।

কাজী আল-আমিন/এসএনআর/জিকেএস

Read Entire Article