স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) মুহাম্মদ তুহিন ফারাবী ও বর্তমান ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) মো. মাহমুদুল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের অনুমতি দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।
আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ তুহিন ফারাবির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে জানা যায় যে, অভিযুক্ত মুহাম্মদ তুহিন ফারাবী এবং মো. মাহমুদুল হাসান বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেন। তারা অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এ কারণে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা দেওয়া ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন।
তুহিন ফারাবীকে ২১ এপ্রিল পিএ’র দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
এমআইএন/এএমএ/এএসএম

5 months ago
111









English (US) ·