স্বাস্থ্যখাতে বিশেষভাবে দুই হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

3 months ago 41

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জরুরি সময়ের জন্য বিশেষভাবে দুই হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার জন্য কোভিড অতিমারির সময় থেকে সরকার বিশেষ বরাদ্দ দিয়ে আসছে। এবছরও আমরা এখাতে দুই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করছি।

স্বাস্থ্যখাতের ডিজিটালাইজেশনেও উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। জাতীয় পর্যায়ের স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতাল থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক এবং গ্রামীণ স্বাস্থ্য কর্মীদের ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার, ল্যাপটপ ও ট্যাবলেট দেওয়া হয়েছে। সব নাগরিককে একটি অভিন্ন হেলথ আইডি সম্বলিত হেলথ কার্ড সরবরাহের মাধ্যমে ইলেকট্রনিক হেলথ ডাটাবেজ তৈরি করা হচ্ছে। বর্তমানে ৬২টি হাসপাতালে শেয়ার্ড হেলথ রেকর্ড চালু করা হয়েছে। এছাড়া জাতীয় ই-স্বাস্থ্য নীতি কৌশল চূড়ান্ত করা হয়েছে।

২৪টি বিশেষায়িত হাসপাতাল, ১৫টি জেলা হাসপাতাল এবং ৫৭টি উপজেলা হাসপাতালসহ ৯৬টি হাসপাতালে উন্নতমানের টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। স্বাস্থ্য বাতায়ন নামে একটি হেলথ কল সেন্টার (১৬২৬৩) চালু রয়েছে, যার মাধ্যমে মানুষ ঘরে বসে টেলিফোনে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাচ্ছে।

এএএম/এমএএইচ/এমএস

Read Entire Article