স্বেচ্ছাসেবক দল নেতা তুষার নিখোঁজ
ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার ইসলাম তুষার নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) তুষারের বড় ভাই ফয়জুল ইসলাম সোনাগাজী মডেল থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, শাহারিয়ার ইসলাম তুষার রাজনীতি ও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে শেষবার মোবাইল ট্র্যাকিংয়ে তাকে ফেনীর মহিপাল এলাকায় শনাক্ত করা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।
ডায়েরিতে আরও উল্লেখ করা হয়েছে, শাহারিয়ার ইসলামের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চুল কালো। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল খয়েরি রঙের শার্ট।
পরিবারের সদস্যরা জানান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। কোনো সহৃদয়বান ব্যক্তি শাহারিয়ার ইসলামের সন্ধান পেলে তার বড় ভাইয়ের সঙ্গে অথবা সোনাগাজী মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন বলেন, শাহারিয়ার ইসলাম তুষার নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে এবং তাকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে।