স্বৈরাচার বিদায়ে জামায়াতের এক পয়সাও খরচ হয়নি

1 month ago 7

‘স্বৈরাচার শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপি। বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের যেভাবে নির্যাতন করা হয়েছে তা মুখে বলে বোঝানো যাবে না। কিন্তু সেসময় মাঠে ছিল না জামায়াত ইসলামী কিংবা চিলড্রেন পার্টি। তাদের স্বৈরাচার শেখ হাসিনা বিদায়ে এক পয়সাও খরচ হয়নি।’

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নাচোল হাট চাতালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয়তাবাদী মহিলা দলের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী মাসউদা আফরোজ হক শুচি।

শুচি বলেন, এই ১৭ বছরের সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা যেভাবে কাজ করেছে এবং জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারা (জামায়াত) কিন্তু এতো জুলুম নির্যাতনের শিকার হয়নি।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে আমি একজন নারী হিসেবে কোনো অংশে কম ভূমিকা রাখিনি। আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিয়ে আমার চতুর্থ শ্রেণির ছেলেকেও মাঠে নামিয়েছিলাম। এমনকি আমার বাসার কর্মচারী, গাড়ি চালককেও মাঠে নামিয়েছিলাম। আন্দোলনে নেমে অনেক মানুষ গুলিবিদ্ধ হয়েছে, আমি তাদের দেখাশোনা করেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক। এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ।

সোহান মাহমুদ/এফএ/এএসএম

Read Entire Article