স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু, এসএমএসে জানা যাবে স্ট্যাটাস

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম আবারও শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হচ্ছে। যেসব নাগরিক আগে ভোটার হয়েছেন কিন্তু এখনো স্মার্ট কার্ড পাননি এবং যারা সম্প্রতি ভোটার হয়েছেন, তাদের এই কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, স্মার্ট এনআইডি কার্ড বিতরণ একসঙ্গে সব জেলায় নয়, বরং ধাপে ধাপে ও এলাকা ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন, উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে কার্ড বিতরণসংক্রান্ত তথ্য জানানো হচ্ছে। এসএমএসের মাধ্যমে স্মার্ট এনআইডির তথ্য জানার সুযোগ নাগরিকরা ঘরে বসেই তাদের স্মার্ট এনআইডি কার্ডের অবস্থা জানতে পারবেন। এজন্য নির্বাচন কমিশনের নির্ধারিত নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএস ফরম্যাট : SC (১৭ সংখ্যার এনআইডি নম্বর) পাঠাতে হবে : ১০৫ নম্বরে যাদের এনআইডি নম্বর ১৩ সংখ্যার, তাদের ক্ষেত্রে জন্মসাল যোগ করে ১৭ সংখ্যা পূরণ করতে হবে। অনলাইনে এনআইডির কপি সংগ্রহ স্মার্ট কার্ড হাতে না পেলেও নাগরিকরা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এনআইডির অনলাই

স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু, এসএমএসে জানা যাবে স্ট্যাটাস
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম আবারও শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হচ্ছে। যেসব নাগরিক আগে ভোটার হয়েছেন কিন্তু এখনো স্মার্ট কার্ড পাননি এবং যারা সম্প্রতি ভোটার হয়েছেন, তাদের এই কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, স্মার্ট এনআইডি কার্ড বিতরণ একসঙ্গে সব জেলায় নয়, বরং ধাপে ধাপে ও এলাকা ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন, উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে কার্ড বিতরণসংক্রান্ত তথ্য জানানো হচ্ছে। এসএমএসের মাধ্যমে স্মার্ট এনআইডির তথ্য জানার সুযোগ নাগরিকরা ঘরে বসেই তাদের স্মার্ট এনআইডি কার্ডের অবস্থা জানতে পারবেন। এজন্য নির্বাচন কমিশনের নির্ধারিত নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএস ফরম্যাট : SC (১৭ সংখ্যার এনআইডি নম্বর) পাঠাতে হবে : ১০৫ নম্বরে যাদের এনআইডি নম্বর ১৩ সংখ্যার, তাদের ক্ষেত্রে জন্মসাল যোগ করে ১৭ সংখ্যা পূরণ করতে হবে। অনলাইনে এনআইডির কপি সংগ্রহ স্মার্ট কার্ড হাতে না পেলেও নাগরিকরা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এনআইডির অনলাইন কপি (PDF) সংগ্রহ করতে পারবেন। এই কপি অনেক ক্ষেত্রে সাময়িকভাবে ব্যবহার করা গেলেও গুরুত্বপূর্ণ কিছু কাজে মূল স্মার্ট কার্ড প্রয়োজন হতে পারে। কোথা থেকে সংগ্রহ করবেন স্মার্ট এনআইডি নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হবে— - ইউনিয়ন পরিষদ - উপজেলা নির্বাচন অফিস - নির্ধারিত বিতরণ কেন্দ্র এ বিষয়ে স্থানীয় নির্বাচন অফিস থেকে বিস্তারিত তথ্য জানা যাবে। সতর্ক থাকার আহ্বান নির্বাচন কমিশন নাগরিকদের গুজব ও ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। শুধুমাত্র অফিসিয়াল ঘোষণা ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্মার্ট এনআইডি কার্ড নাগরিক সেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে পুনরায় বিতরণ কার্যক্রম শুরু হওয়ায় দীর্ঘদিন অপেক্ষমাণ নাগরিকরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow