মেটা সম্প্রতি তার মেটা রে-বেন ডিসপ্লে স্মার্ট চশমা উন্মোচন করেছে। এটি রে-বেন ব্র্যান্ডের অংশ এবং প্রযুক্তি দিয়ে ভরা, যাতে এআর ডিসপ্লে, এআই সহায়ক, হাতের ইশারা নিয়ন্ত্রণ ইত্যাদি রয়েছে। ইন-বিল্ট এআর ডিসপ্লে ডান লেন্সে একটি ক্ষুদ্র ডিসপ্লে আছে, যা ইউজারকে নোটিফিকেশন, ম্যাপ নেভিগেশন, ইনস্ট্যান্ট চ্যাট/কল, লাইভ ট্রান্সলেশন ইত্যাদি দেখাতে পারে।
হাতের ইশারায় এই চশমা নিয়ন্ত্রণ করতে পারবেন। এআই অ্যাসিস্টেন্স ও সংযোগ মেটা এআই সহায়ক, যা ছবি, ভিজ্যুয়াল ইনপুট ও ভয়েস ইন্টারঅ্যাকশন দুই‐ধরনের মাধ্যমে কাজ করবে। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ইত্যাদির মতো অ্যাপগুলোর সঙ্গে সংযোগ থাকবে।
লাইভ ট্রান্সলেশন ও কনভার্সেশন ক্যাপশন কথোপকথন রিয়েল-টাইমে অনুবাদ করা যাবে এবং কথা বলা শুনে তা টেক্সট বা সাবটাইটেল হিসেবে দেখানো যাবে। রিস্টব্যান্ড-সহ চশমার অবকাঠামো মিলিয়ে স্বাভাবিক ব্যবহারে প্রায় ৬ ঘণ্টা ব্যাটারি লাইফ পাওয়া যাবে, রিস্টব্যান্ডের ব্যাটারি সময় একটু বেশি হতে পারে।
ক্লাসিক ওয়েফেরার স্টাইলে ডিজাইন হওয়ায় বেশ স্মার্ট চশমা মনে হবে না, সাধারণ চশমার মতোই মনে হবে; ওয়াটার-রেসিস্টেন্স আছে; বাহ্যিক এলইডি ইন্ডিকেটর থাকার সম্ভাবনা (ক্যামেরা চলছে কি না) সহ। কিছু এমন ফিচার যা বিশেষভাবে আকর্ষণীয় এবং ভবিষ্যতের স্মার্ট ওয়্যারেবল প্রযুক্তির দিক নির্দেশ করছে। যেমন- হাতের ইশারার মাধ্যমে নিয়ন্ত্রণ করার সুযোগ, যা ফোনে বা হাতে স্পর্শ ছাড়াই কাজ করতে পারবে।
এতে আছে সুপারইন্টেলিজেন্স ধারণা। মেটা বলছে এই চশমা ব্যবহারকারীদের পার্সোনাল সুপারইন্টেলিজেন্স-তে পৌঁছানোর একটি মাধ্যম হবে-অর্থাৎ আপনি আরও স্মার্ট থাকতে পারবেন, স্মৃতি বাড়িয়ে তুলবেন, চারপাশের তথ্য বুঝতে পারবেন ও দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন।
এই স্মার্ট চশমায় যেসব সুবিধা পাবেন-
১. হাত-ফোনের ওপর নির্ভর কম হবে। অনেক কাজ ফোন খোলার দরকার পড়বে না, চশমা থেকেই দেখবেন, নিয়ন্ত্রণ করবেন।
২. বহুগুণীয় যোগাযোগ ও তথ্য নিশ্চিন্তে পাওয়া। নোটিফিকেশন, মেসেজ, কল, নির্দেশনা, অনুবাদ ও আরও কিছু কাজ সহজ হবে।
৩. উচ্চ কার্যকারিতা ও পারফরমেন্স। খেলাধুলায় বা সক্রিয় জীবনধারায় লাগবে সেই অনুসারে ফিচার যুক্ত করা হয়েছে।
৪. স্টাইল ও ডিজাইন বিবেচনায় রাখা হয়েছে। রে-বান ডিজাইন সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য।
৫. অন্যদের জানাবে ক্যামেরা চলছে কি না, এলইডি ইত্যাদি নির্দেশিকা থাকতে পারে। যদিও পুরোপুরি নিশ্চয়তা নেই।
এই এআই চশমার দাম ৭৯৯ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৭হাজার ৩৫৫ টাকা। বাংলাদেশে আমদানির খরচ ও ট্যাক্স যুক্ত করলে খরচ আরও বেশি হবে। এক চার্জে ৬ ঘণ্টা ব্যবহার করা যাবে।
স্মার্টচশমা এখনো স্মার্টফোনের সম্পূর্ণ বিকল্প নয়, বরং একটি শক্তিশালী সহায়ক ডিভাইস। তবে প্রযুক্তি যেমন উন্নত হচ্ছে-ব্যাটারি, প্রসেসিং, সফটওয়্যার ও ডিসপ্লে উন্নত হলে ভবিষ্যতে এটি স্মার্টফোনের অনেকাংশে বিকল্প হয়ে উঠতে পারে।
সূত্র: এন গ্যাজেট
কেএসকে/এএসএম