ধরা যাউক, আমাদেরই কাহারো বয়স্ক এক দাদা পাড়ার চায়ের দোকানে বসিয়া যুগপৎ গর্ব ও আক্ষেপ করিয়া বলিলেন- 'আমি যখন ক্লাস ফাইভে প্রথম হইছিলাম আমারে লইয়া কত নাচানাচি, ফুর্তি হইল-সকল ফকফকা মনে আছে; কিন্তু কই, গত পরশু আমি দুপুরে কী দিয়া ভাত খাইছি, তাহা তো আর মনে নাই!'
দাদাদের মতো বয়স্ক মানুষের এমন অসংখ্য স্মৃতিভ্রষ্টতার কথা শুনিয়া আমরা বুঝিতে পারি-মানুষ যতই স্মৃতি আঁকড়াইয়া ধরিয়া থাকুক, তাহাদের অনেকেই... বিস্তারিত