স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগ নেতাসহ আটক ৮

1 month ago 16

বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ আট নেতাকর্মী।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক।

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগ নেতাসহ আটক ৮

আটকদের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামের কর্মী মিল্টনের নাম জানা গেছে। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। তার নেতৃত্বে ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামের কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। তারা পরিদর্শন ছাউনির পাশে জড়ো হচ্ছিলেন। খবর পেয়ে ডিবি ও আশুলিয়া থানা পুলিশ আটকজনকে আটক করে।

আশুলিয়া থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, আটকদের নামে কোনো মামলা আছে কি না দেখা হচ্ছে।

মাহফুজুর রহমান নিপু/এসআর/এমএস

Read Entire Article