সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান
সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (১৯ নভেম্বর) এই অভিযান চালায় ডিএনসিসি। ডিএনসিসির অঞ্চল-৩ এর সূত্র জানায়, পরিবেশ দূষণ রোধ এবং সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, টং দোকান অপসারণ, নির্মাণাধীন ভবনের সামনে রাখা মাটি, বালু ও পরিবেশ দূষণকারী সামগ্রী অপসারণে বনানী এলাকায় অভিযান চালিয়েছে ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন। পরে ২২ নম্বর ওয়ার্ডের একরামুন্নেসা স্কুল গলি, বন্ধু নিবাস, নিঝুম আবাসিক এলাকা, পশ্চিম উলন, হাতিরঝিল সংলগ্ন, পশ্চিম রামপুরা এলাকায় অবৈধ ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ কার্যক্রম পরিচালনা করেন তিনি। এছাড়া ইসিবি চত্বর, মাটিকাটা বাজার, পল্লবী ও নিকুঞ্জ-২ এর ফারুক সরণি রোডের ওপর অবৈধভাবে নির্মিত দখল করা অস্থায়ী প্রায় ৯০টি টং দোকান উচ্ছেদ করে প্রায় ৪ একর রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করে ডিএনসিসি। এমএমএ/এমআইএইচএস/এএসএম
সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (১৯ নভেম্বর) এই অভিযান চালায় ডিএনসিসি।
ডিএনসিসির অঞ্চল-৩ এর সূত্র জানায়, পরিবেশ দূষণ রোধ এবং সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, টং দোকান অপসারণ, নির্মাণাধীন ভবনের সামনে রাখা মাটি, বালু ও পরিবেশ দূষণকারী সামগ্রী অপসারণে বনানী এলাকায় অভিযান চালিয়েছে ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন।
পরে ২২ নম্বর ওয়ার্ডের একরামুন্নেসা স্কুল গলি, বন্ধু নিবাস, নিঝুম আবাসিক এলাকা, পশ্চিম উলন, হাতিরঝিল সংলগ্ন, পশ্চিম রামপুরা এলাকায় অবৈধ ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ কার্যক্রম পরিচালনা করেন তিনি।
এছাড়া ইসিবি চত্বর, মাটিকাটা বাজার, পল্লবী ও নিকুঞ্জ-২ এর ফারুক সরণি রোডের ওপর অবৈধভাবে নির্মিত দখল করা অস্থায়ী প্রায় ৯০টি টং দোকান উচ্ছেদ করে প্রায় ৪ একর রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করে ডিএনসিসি।
এমএমএ/এমআইএইচএস/এএসএম
What's Your Reaction?