সড়কে আবেদনময়ী পোস্টার, ভারতে ৪০টি দুর্ঘটনা

2 months ago 42
২০১০ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি বেদম ছিল এক্সপেরিমেন্টাল ধাঁচের একটি অ্যান্থলজি ফিল্ম। পরিচালনায় ছিলেন রাধাকৃষ্ণ জাগারলামুড়ি ওরফে কৃষ। ছবিতে অভিনয় করেছিলেন আল্লু অর্জুন, মাঞ্চু মনোজ, আনুশকা শেট্টি ও মনোজ বাজপেয়ী। আনুশকা শেট্টি ছবিতে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেন। খবর : হিন্দুস্তান টাইমস ছবির প্রচারণায় ব্যবহৃত হয় আনুশকার একটি খোলামেলা ছবি, যেটি হায়দরাবাদের পাঞ্জাগুট্টা সার্কেলে বিশাল বিলবোর্ড হিসেবে টানানো হয়। সম্প্রতি পরিচালক কৃষ এক সাক্ষাৎকারে জানান, ওই পোস্টার ঘিরে এক সপ্তাহে ঘটেছিল ৪০টির বেশি সড়ক দুর্ঘটনা! পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, পুলিশের একাধিক অভিযোগের মুখে সেই বিলবোর্ড সরিয়ে ফেলতে হয় নির্মাতাদের। বক্স অফিসে ছবিটি সাফল্য না পেলেও পরে এটি পেয়েছিল ৫টি ফিল্মফেয়ার ও দুটি নন্দী অ্যাওয়ার্ড।
Read Entire Article