হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ ও মানববন্ধন করছেন চাষিরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আগের দামে আলু সংরক্ষণের ব্যবস্থা না নিলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। শনিবার (১ মার্চ) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগরে মহাসড়কে বিক্ষোভ করেন চাষিরা।
এসময় তারা অভিযোগ করেন, কৃষকদের সামর্থ্য বিবেচনা না করে হিমাগার কর্তৃপক্ষ দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছে। গতবছর কেজিপ্রতি ৪ টাকায় আলু স্টোরজাত করা হলেও, এবারে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা। এতে কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হয়েছে, যা তাদের উৎপাদন খরচ মেটানোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এসময় আলু চাষি ও ব্যবসায়ীরা লালমনিরহাট-রংপুর মহাসড়কে আলু ও গাছের গুড়ি ফেলে ২ ঘণ্টা ধরে সড়ক অবরোধ করেন।
সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমন বলেন, হিমাগার মালিকরা কৃষকদের কোনো কিছু না জানিয়ে হঠাৎ ভাড়া বৃদ্ধি করেন। আমাদের দাবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ভাড়া না কমানো হয় তাহলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে এসে আলু চাষিদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
এসময় তিনি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের পরামর্শ দেন কৃষকদের।
তিনি আরও বলেন, আগামীকাল লালমনিরহাট জেলার হিমাগার মালিকদের জরুরি বৈঠকের জন্য ডাকা হয়েছে।
রবিউল হাসান/জেডএইচ/জেআইএম