সড়কে ঝরল কোরআনে হাফেজের প্রাণ

হাটহাজারীতে কোরআন খতম অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. কাঞ্চন (২১) নামে এক কোরআনে হাফেজের মৃত্যু হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী ফরহাদাবাদ মুসাবিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফেজ মো. কাঞ্চন ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের হাজিরখিল এলাকার মো. জালালের ছেলে। নিহতের মামা আনোয়ার জানান, ঘটনার দিন সকালে হাফেজ কাঞ্চন একটি কোরআন খতম অনুষ্ঠানে যোগ দিতে বাইকযোগে হাটহাজারী ফরহাদাবাদ ইউনিয়নের নয়াহাটে যাচ্ছিল। এতে ঘটনাস্থল অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সাথে কাঞ্চনের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা কাঞ্চনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সড়কে ঝরল কোরআনে হাফেজের প্রাণ

হাটহাজারীতে কোরআন খতম অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. কাঞ্চন (২১) নামে এক কোরআনে হাফেজের মৃত্যু হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী ফরহাদাবাদ মুসাবিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাফেজ মো. কাঞ্চন ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের হাজিরখিল এলাকার মো. জালালের ছেলে।

নিহতের মামা আনোয়ার জানান, ঘটনার দিন সকালে হাফেজ কাঞ্চন একটি কোরআন খতম অনুষ্ঠানে যোগ দিতে বাইকযোগে হাটহাজারী ফরহাদাবাদ ইউনিয়নের নয়াহাটে যাচ্ছিল। এতে ঘটনাস্থল অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সাথে কাঞ্চনের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা কাঞ্চনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow