সড়কে নেমে এলেন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা

3 months ago 16

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

প্রতিবাদ জানাতে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় মহানগরীর নতুন রাস্তা মোড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন তারা।

এরমধ্যে বিএল কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রয়েছেন।

সড়কে নেমে এলেন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা

একই সময়ে নগরীর শিববাড়ি মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অবরোধের ফলে শিববাড়ি মোড়ের আটটি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। অথচ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় আমাদের অনেক ভাই ও বোনেরা আহত হয়েছে৷ তাদের রক্ত ঝরেছে। এ ঘটনায় বিচারের দাবি জানাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবি আদায় হওয়া মাত্রই আমরা ঘরে ফিরে যাবো।

আলমগীর হান্নান/জেডএইচ/জিকেএস

Read Entire Article