সড়কে প্রাণ গেল অটোরিকশাচালকের, আহত তিন যাত্রী

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক সাইদুল ইসলাম নিহত হয়েছেন। এ ছাড়া ওই অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।  শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সান্তাহার পৌর শহরের খাড়ির ব্রিজ এলাকায় বৈশাখী অটোমেটিক রাইস মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইদুল ইসলাম (৫৪) উপজেলার ইন্দইল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। আহতরা হলেন আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের বেলাল মল্লিকের স্ত্রী রেনুকা খাতুন জোৎস্না (৫৫) ও একই গ্রামের তয়েজ প্রামাণিকের স্ত্রী রোজিনা বেগম (৪৮) এবং নওগাঁ সদরের আদম দুর্গাপুর গ্রামে আবু বক্কর ছিদ্দিকের ছেলে রাফি (১৯)। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আদমদীঘির ইন্দইল এলাকা থেকে সাইদুল ইসলাম তার ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী নিয়ে সান্তাহারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি বৈশাখি অটোমেটিক রাইস মিলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় নম্বরের একটি প্লেট পড়ে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একট

সড়কে প্রাণ গেল অটোরিকশাচালকের, আহত তিন যাত্রী

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক সাইদুল ইসলাম নিহত হয়েছেন। এ ছাড়া ওই অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সান্তাহার পৌর শহরের খাড়ির ব্রিজ এলাকায় বৈশাখী অটোমেটিক রাইস মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইদুল ইসলাম (৫৪) উপজেলার ইন্দইল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। আহতরা হলেন আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের বেলাল মল্লিকের স্ত্রী রেনুকা খাতুন জোৎস্না (৫৫) ও একই গ্রামের তয়েজ প্রামাণিকের স্ত্রী রোজিনা বেগম (৪৮) এবং নওগাঁ সদরের আদম দুর্গাপুর গ্রামে আবু বক্কর ছিদ্দিকের ছেলে রাফি (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আদমদীঘির ইন্দইল এলাকা থেকে সাইদুল ইসলাম তার ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী নিয়ে সান্তাহারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি বৈশাখি অটোমেটিক রাইস মিলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় নম্বরের একটি প্লেট পড়ে যায়।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের একটি টিম অটো রিকশাচালক সাইদুল ইসলামসহ চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow