রাজধানীর সড়কে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলসহ সব ধরনের অনিয়ম রুখতে একযোগে ৪ স্থানে যৌথ অভিযানে নেমেছে র্যাপিড অ্যকশন ব্যটিলিয়ন (র্যাব-২) ও পুলিশ।
শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টা নাগাদ রাজধানীর রিংরোড-এ র্যাপিড অ্যকশন ব্যটিলিয়ন (র্যাব-২) কতৃক বিশেষ চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়।

রিংরোডের আদাবর থানার সামনে পরিচালিত অভিযানটির নেতৃত্ব দেন টিআই সার্জেন্ট ইমরান এবং অ্যাডিশনাল এসপি শামসুল ইসলাম।
জানা গেছে, এদিন একই সময়ে রাজধানীর চারটি স্থানে অভিযানে নামে (র্যাব-২)। স্থানগুলো হলো- ধানমণ্ডি, মানিক মিয়া এভিনিউ, ঢাকা উদ্যান, ও রিংরোড।

মূলত, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক, হেলমেট ব্যতীত মোটরবাইক চালনা, ওভার স্পিডসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিশেষ চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হচ্ছে।
কেআর/এএমএ/জিকেএস

4 months ago
52









English (US) ·