হংকংকে বিদায় করে সুপার ফোরে এক পা লঙ্কানদের

22 hours ago 12
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হংকংয়ের সাহসী লড়াইকে ছাপিয়ে চার উইকেটের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা সোমবার ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে, ইনিংসের ভরসা ছিলেন ওপেনার পাথুম নিশঙ্কা। নিশঙ্কা খেলেছেন ৪৪ বলে দারুণ ৬৮ রানের ইনিংস, যেখানে ছিল ৭ চার ও ২ ছক্কার মার। তার ব্যাটে ভর করেই শ্রীলঙ্কা একসময় ১৫ ওভারে ১১৯/২—ম্যাচ তখন একতরফাই মনে হচ্ছিল। কিন্তু পরের ওভারেই নিশঙ্কা আউট হলে হঠাৎই ধস নামে লঙ্কান শিবিরে। দ্রুত আরও তিন উইকেট হারিয়ে স্কোর হয়ে যায় ১২৭/৬। সেই চাপ সামলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র ৯ বল খেলেই ২০ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান তিনি, ইনিংসে ছিল দুই চার ও একটি ছক্কার ঝলক। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হংকং নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ১৪৯/৪। ওপেনার রাথ করেন ৪৬ বলে ৪৮ রান আর অধিনায়ক নিঝাকত খান খেলেন ৩৮ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস, যাতে ছিল ৪ চার ও ২ ছক্কা। শ্রীলঙ্কার হয়ে চামিরা নেন ২ উইকেট, আর হাসারাঙ্গা ও দাসুন শানাকা শিকার করেন একটি করে উইকেট। হংকংয়ের হয়ে ইয়াসিম মুর্তাজা নিয়েছেন ২ উইকেট। এই জয়ে শ্রীলঙ্কা টানা দ্বিতীয় জয় তুলে নিলেও হংকংয়ের টুর্নামেন্ট শেষ হলো সম্মানজনক লড়াইয়ের মধ্য দিয়েই।
Read Entire Article